বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০১/০২/২০২৫ ০৭:২৮পি এম

দেশের কোথাও দখল-চাঁদাবাজিতে জামায়াত জড়িত নয়: দৃঢ় প্রতিজ্ঞ জামায়াত আমির

দেশের কোথাও দখল-চাঁদাবাজিতে জামায়াত জড়িত নয়: দৃঢ় প্রতিজ্ঞ জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের কোথাও দখলদারি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা অতীত নিয়ে লড়াই করতে চাই না, কিন্তু যারা মানুষ হত্যা ও গুম করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটি প্রতিশোধের জন্য নয়, বরং মানব সমাজকে কলঙ্কমুক্ত করার জন্য।”

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের বালুরমাঠে অনুষ্ঠিত এক বিশাল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জামায়াত এই সম্মেলনের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, “গত ১৭ বছরে আমরা নানান জুলুম ও নির্যাতন সহ্য করেছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙতে দিইনি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষের কল্যাণ চাই। সারাদেশে আমাদের কোনো কর্মী বালুমহাল, জলমহাল, হাট-বাজার, বাসস্ট্যান্ড বা ফুটপাত দখল করতে ঝাঁপিয়ে পড়েনি। আমাদের কর্মীরা চাঁদাবাজি কিংবা মামলা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নয়। কারণ তারা জানে, এসব কর্মকাণ্ড ইসলাম অনুযায়ী হারাম।”

তিনি আরও বলেন, “একজন প্রকৃত রাজনৈতিক কর্মী কখনো অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না। আর যদি কেউ ভুলক্রমে এমন কাজে যুক্ত হয়ে যায়, তবে তাকে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিরত থাকতে হবে।”

সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা
সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দল্লাহ এবং কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম।

এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির সম্মেলনে বক্তব্য রাখেন।

জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা
জামায়াতের আমির বলেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে, যেখানে আইনের শাসন থাকবে, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে। আমরা চাই সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ দূর করতে। আমাদের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন।”

এই সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামী দলীয় নীতিমালা ও আদর্শের বিষয়ে নতুন করে তাদের কর্মীদের উজ্জীবিত করার প্রয়াস চালিয়েছে। দলটি ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ