Avanti il prossimo

তারেক রহমানের অনুরোধে শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

1 Visualizzazioni· 27/01/26
A M Abdul Wadud




তারেক রহমানের অনুরোধে শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) স্থানীয় পর্যায়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বাদশা বলেন, দলীয় ঐক্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনা ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এ সময় তিনি আরও বলেন, দল ও দেশের স্বার্থে নেওয়া যে কোনো সিদ্ধান্তের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। জানা গেছে, এর আগে তারেক রহমান আমিনুল ইসলাম বাদশাকে তার গাড়িতে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে ভোট বিভাজন রোধ এবং বিরোধী জোটের অবস্থান আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরাও আমিনুল ইসলাম বাদশার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতা বলেন, আমিনুল ইসলাম বাদশার সরে দাঁড়ানোর ফলে শেরপুর-৩ আসনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এতে দলীয় প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। এখানে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই তীব্র। স্বতন্ত্র প্রার্থীর সরে দাঁড়ানোর খবরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo