close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীতেবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

2,960 بازدیدها· 16/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 مشترکین
11
که در سیاست

১৬ই জুলাই ২০২৫
আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি,
ঢাকা কলেজ ছাত্র সংসদ সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ,
যুবদল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি’র চূড়ান্ত ঢাকা ০৭ আসনের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত নেতা মীর নেওয়াজ আলি নেওয়াজ।

সমাবেশে তিনি বলেন, ঢাকা ৭ আসনে গুপ্ত দলের নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াচ্ছে এবং তার বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।
যদি আমাদের কোন নেতাকর্মী সংবিধানের বাইরে কোন কিছুর সাথে যুক্ত থাকে আমরা অবশ্যই দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো
এবং আমি জনগণকে অনুরোধ করব যেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একত্রিত ভাবে থাকে। এবং আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
এর বিরুদ্ধে তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং তারা সেই সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ব্যানারের ছবি গুলোতে আগুন জ্বালিয়ে বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে আমরা এটি তীব্র নিন্দা জানাই। এবং প্রশাসনকে অনুরোধ করব যেন এরকম কোন ঘটনা কোনভাবে এরকম ঘটনা ঘটাতে না পারে।

এই সময় সমাবেশে লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি থানা বিএনপি’র নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 1 نظرات sort   مرتب سازی بر اساس


খায়রুল ইসলাম
খায়রুল ইসলাম پیش 2 ماه ها

হুম ঠিক বলেছেন

0    0 پاسخ
بیشتر نشان بده، اطلاعات بیشتر

تا بعدی