close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Bir sonraki

সুনামগঞ্জের নারায়নতলা এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও লেহেঙ্গো আটক

531 Görünümler· 17/06/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Aboneler
11
İçinde Suç

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের ভারতের সীমান্তবর্তী নারায়নতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্ত পিলার ১২১৩/৪ তিনশত গজ অভ্যন্তরে শশ্মানঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২০ পিস ভারতীয় অবৈধ সিল্ক শাড়ি ও ১০ পিস লেহেঙ্গা আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য্রোয় ৮ লাখ ৫০ হাজার টাকা।

আজ মঙ্গলবার ভোররাতে অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপি কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের সুনামগঞ্জ অঞ্চলের নারায়নতলা সীমান্ত পিলারের শশ্মানঘাট নামক স্থানে বিজিবি”র সদস্যরা অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki