close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

הבא

সুনামগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত......

9 צפיות· 16/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 מנויים
11

শুভ জন্মষ্টিমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী(হিন্দু সম্প্রদায়ের) কাছে এইদিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে ধরাদামে আর্বিভাব ঘটে।

আজ শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দিন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।

সভায় বিশেস অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. শেরেনুর আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে আজকের এইদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবেিত ভূমিষ্ট হয়েছিলেন তিনি। তাই আগামীর স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে একটি বাসযোগ্য সুন্দর বাংলদেশ গঠনের আহবান জানানো হয়।

להראות יותר

 1 הערות sort   מיין לפי


Tomal Howlader
Tomal Howlader לִפנֵי 2 חודשים

G

1    0 תשובה
להראות יותר

הבא