close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
সুফি সাধক কানু শাহ রা. সাধনার আস্তানা শরীফ/গহীন পাহাড়ের আশেকের মিলনমেলা
1
0
29 Visningar·
14/04/25
চট্টগ্রামকে বলা হয় বার আউলিয়ার পূণ্যভূমি। এই চট্টগ্রামে মহান আল্লাহতালার বাণী নিয়ে যুগে যুগে ধর্ম প্রচারক সুফি, সাধক, দরবেশ ও ওলিগণ আগমন করেন।
তাতে দ্বীনের খেদমত ও ইসলামী তৎপরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। চট্টগ্রামে বনে-জঙ্গলে, পাহাড়-পর্বতে, নদী-সমুদ্রে অসংখ্য পীর আউলিয়া ও সূফী দরবেশ বিস্তৃত আছেন। তাদের মধ্যে এমন একজন কবি সাহিত্যিক ও সুফি সাধক শাহ্; আলী রজা প্রকাশ কানু শাহ (রা.)।
চট্টগ্রামের পটিয়ার বৃন্দাবন কুড়াইল্যা মুড়ায় গহীন পাহাড়ের চুড়ায় রয়েছে এক আস্তানা শরীফ। সেখানে আশেক মাসুকের মিলন মেলায় ছুটে আসেন ভক্তরা। বৃন্দাবন কুড়াইল্যা মুড়ায় গহীন পাহাড়ের চূড়ায় আশেক মাসুকের মেলায় বসে জিকিরের আসর। আসরে যোগ দিতে ছুটে যান বিভিন্ন ভক্তরা।
Visa mer
0 Kommentarer
sort Sortera efter