close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Tiếp theo

সিরাজগঞ্জের রায়গন্জে বিএনপির যুবদল নেতাকে সাথে নিয়ে যুবলীগ নেতার বালু উত্তোলন

34 Lượt xem· 08/09/25
শাহরিয়ার মোরশেদ
0
Trong Quốc gia

সিরাজগঞ্জ প্রতিনিধি - সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আর তাকে সহযোগীতা করছেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরিচয়দানকারী নুরনবীর নামের এক যুবক ।
অভিযোগের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা ইউনিয়নের সলঙ্গারচর গ্রামে গিয়ে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের এমন দৃশ্যর সত্যতা মেলে।
এসময় স্থানীয়রা জানান, রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নুরনবী এলাকার গারাদহ্ নদীতে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ধুবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের আয়ত্বীয়স্বজনদের জমি, বাড়ি ভরাট করছেন। ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং আশপাশের বসতঘর ও স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকায় আনিছুর রহমান উশৃংখল হওয়ায় ও বিএনপি নেতা সাথে থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস করেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্রেজারের দায়িত্বে থাকা নুরনবীর বলেন, আমি সোনাখারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আমার সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক ও দলিল লেখক আনিসুর রহমানও রয়েছে। অল্প একটু যায়গায় মাটি ভড়াট করছি। এখানে সরকারি অনুমতি নেওয়ার কোন প্রোয়জন নেই।

এ বিষয়ে আনিছুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এলাকার আমাদের এখানকার অধিকাংশ জমি আমাদেরই তাই নদী থেকে বালু নিয়ে জমি ভারাট করছি।
তবে কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করি নাই তাই নেই নাই।
বিএনপি নেতারাও আমাদের ভাইব্রাদার তারাও সাথে আছে।
আমি একজন দলিল লেখক এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত, পাশাপাশি আমিও সাংবাদিকতা করি আপনারা চলে যান পরে একসময় এসে চাঁ খেয়ে যাবেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাংলা ড্রেজারের বিষয়টি আমি অবগত হয়েছি, এবং উপজেলা ভুমি কর্মকর্তাকে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

Cho xem nhiều hơn

 1 Bình luận sort   Sắp xếp theo


শাহরিয়ার মোরশেদ

সিরাজগঞ্জের বিএনপি নেতাকে সাথে নিয়ে যুবলীগ নেতার অবৈধ বালু উত্তোলন

0    0 Đáp lại
Cho xem nhiều hơn

Tiếp theo