close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

3 Lượt xem· 21/05/25
Juwel Hossain
Juwel Hossain
37 Người đăng ký
37
Trong Tội phạm

⁣সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কৃষককের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগদোনাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কৃষক নজরুল ইসলাম বাগদোনাল গ্রামের মৃত সিরাজুল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগদোনাল গ্রামের লোকজন মাঠে ধান কাটতে গেলে একই ইউনিয়নের কৈলাসচর গ্রামের লোকজন পূর্ব শত্রুতার জেরে বাগদোনাল গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় বাগদোনাল গ্রামের কৃষক নজরুল ইসলাম মারা যান। খবর পেয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের মাঠে নামে শাহজাদপুর থানা পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘কৈলাসচর ও বাগদোনাল গ্রামের গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা ও ধান কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে আজ সংঘর্ষে একজন নিহত হন।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo