下一个

সিরাজগঞ্জে সাংবাদিক শাহিন খানের উপর হামলা কারিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

15 意见· 19/04/25

⁣রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন



সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজীপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান। তিনি বলেন, গত ১৫ মার্চ আমার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনধি মো: শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসী হামলা চালায়।

显示更多

 0 注释 sort   排序方式


下一个