পরবর্তী আসছে

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2,355 ভিউ· 03/07/25
Juwel Hossain
Juwel Hossain
17 সাবস্ক্রাইবার
17
ভিতরে জেলার খবর

⁣দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, “এনটিভি সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরতে চেয়েছে। এই চ্যানেলটি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে।” তিনি এনটিভির পক্ষ থেকে সকল অতিথি ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ ও মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, ড্যাব সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে এনটিভির নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বক্তারা বলেন, “গত দুই দশকে এনটিভি শুধু সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং জনগণের চোখ ও কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে।”

আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন। এসময় সবাই এনটিভির উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণমাধ্যমে স্বাধীনতা ও পেশাদারিত্ব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনটিভি। "সময়ের সঙ্গে আগামীর পথে"— এই স্লোগানকে সামনে রেখে এনটিভি আজ দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে