ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, “এনটিভি সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরতে চেয়েছে। এই চ্যানেলটি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে।” তিনি এনটিভির পক্ষ থেকে সকল অতিথি ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ ও মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, ড্যাব সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে এনটিভির নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বক্তারা বলেন, “গত দুই দশকে এনটিভি শুধু সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং জনগণের চোখ ও কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে।”
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন। এসময় সবাই এনটিভির উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণমাধ্যমে স্বাধীনতা ও পেশাদারিত্ব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনটিভি। "সময়ের সঙ্গে আগামীর পথে"— এই স্লোগানকে সামনে রেখে এনটিভি আজ দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।