تا بعدی

সিরাজগঞ্জ সদর থানা সংলগ্ন দুই মহল্লার লাগাতার সংঘর্ষ

13 بازدیدها· 11/06/25
Rakibul Islam
Rakibul Islam
1 مشترکین
1
که در جرم

আজ (১১ জুন) বুধবার সিরাজগঞ্জ সদর থানা সংলগ্ন রাস্তায় দিয়ার ধানগড়া ও পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে সদর থানার একটি টহল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی