close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

সাভারে বিভিন্ন দাবিতে ময়লার গাড়ি বন্ধ করে মানববন্ধন ।

23 ビュー· 06/10/25
SHARIF MIA
SHARIF MIA
6 加入者
6



সাভারে বিভিন্ন দাবিতে ময়লার গাড়ি বন্ধ করে মানববন্ধন ।
সাভারে বিভিন্ন দাবিতে ময়লার গাড়ি বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাড়ি চালকরা। সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুরের পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার জোনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সেখানে শত শত ময়লার ট্রাকে চালকরা ময়লা না ফেলে বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ময়লা না ফেলায় মহাসড়কের পাশে গাড়িগুলো রাখায় ওই এলাকায় চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পথচারী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি চালকরা জানান, উত্তর সিটি কর্পোরেশনের ময়লার জন্য সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না সড়ক পিচ্ছিল হওয়ায় যেকোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এজন্য তারা সেখানে ময়লা নিয়ে যেতে পারছে না। দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। এদিকে ঘটনায় উত্তর সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に