close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Sljedeći

সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

18 Pogledi· 07/05/25
Juwel Hossain
Juwel Hossain
37 Pretplatnici
37

⁣বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৬ মে) বেলা ৩টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে হাজির করে পুলিশ। এসময় কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ড শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলায় জান্নাত আরা হেনরী এজাহারভূক্ত প্রধান আসামী।

গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীদের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ও রয়েছেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ সনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের ৪ মার্চ। ২৩ মার্চ মামলাটি দায়ের করা হয়।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći