close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার

1 بازدیدها· 14/10/25
Rabiul Alam
Rabiul Alam
4 مشترکین
4

⁣⁣র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার এজহারনামীয় আসামি গ্রেফতার হয়েছে।


কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট এবং বিয়ার উদ্ধার করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)-কে গ্রেফতার করে।

এছাড়া পৃথক অপর এক অভিযানে ৮৫ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মো. জসিমের ছেলে এবং মামুন মিয়া একই থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রিয়াদ হোসেন একাধিক মামলায় অভিযুক্ত একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে তিনি ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। অপর সহযোগী মামুন মিয়া তার এসব অপরাধে সহযোগিতা করতেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی