close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Susunod

রায়পুরা ফেরীঘাটে অটোর ধাক্কায় ৩ জন আহত | নরসিংদী দুর্ঘটনার খবর

38 Mga view· 06/04/25
Gourob Shaha
Gourob Shaha
2 Mga subscriber
2
Sa Krimen

ডেট: ৬ এপ্রিল ২০২৫
লোকেশন: রায়পুরা, নরসিংদী

বিস্তারিত সংবাদ:
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রান্তশালা ফেরীগাট এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরীগাটের পাশের সড়ক পার হচ্ছিলেন তিনজন পথচারী। এসময় হঠাৎ করে একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, ফেরীগাট এলাকায় অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod