close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

7 意见· 06/07/25
IBRAHIMSHEAK
0
政治 / 权限管理 (RM) 许可证

⁣পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক, সন্ত্রাস ও চাদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে ওই মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। শহরের থানা রোডস্থ্য ধান হাটায়, নিমতলা বাস স্ট্যান্ড,আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে সোচ্চার রয়েছে। তারা সন্ত্রাস, চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এসব দোসরদের বিরুদ্ধে বিএনপির সকল পর্ষায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আরো বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলামসহ অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে। সেই সাথেই তিনি কালীগঞ্জকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
বিএনপির কালীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন আহববায়ক শহিদুল ইসলাম সাইদুল, বিএনপি নেতা মিজানুর রহমান, জবেদ আলী, যুবদল নেতা, সুজাউদ্দিন মাহমুদ পিয়াল , কালিগঞ্জ উপজেলা কৃষক দলের, আহ্বায়ক, মোকছেদুল মোমিন, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা বর্গ উপস্থিত ছিলেন, এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


মোঃ ইব্রাহিম শেখ

显示更多

 0 注释 sort   排序方式


下一个