close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Tiếp theo

পীরগঞ্জে পাঁচ মাস অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

5 Lượt xem· 30/06/25
Trong Quốc gia

⁣ঠাকুরগাঁও পীরগঞ্জে টয়লেট পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার।

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর রিমু আকতার নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) দুপুরে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিমু (২২) উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রিমুর বাবা ইকরামুল হক জানান, ৭ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বামী দেলওয়ার হোসেনের কাছে জানতে চাইলে সে নানা কথা বলতে থাকে। পরে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেলওয়ার রিমুকে হত্যার কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্য মতে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির টয়লেট থেকে রিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম (ওসি) জানান, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রেখেছিল। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo