Berikutnya

অবশেষে ময়লার স্তুপ পরিষ্কারের উদ্যোগ নিলেন ইউএনও

20 Tampilan· 29/09/25
Ali Sohel
Ali Sohel
Pelanggan
0

কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার হতে দাসপাড়া রাস্তায় দীর্ঘদিনের ময়লার স্তুপ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে, কুলিয়ারচর থানার মাঠ রক্ষায় এগিয়ে আসেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।

জনসাধারণের অনেকদিনের দাবির পরিপ্রেক্ষিতে
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নির্বিগ্নে জনসাধারণের চলাচলের সুবিধার লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় (ইউএনও) ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার এ উদ্যোগ নেন।

দীর্ঘদিনের ময়লার স্তুপ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করায় পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারকে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।

পথচারীরা দাসপাড়া গ্রামবাসীর প্রতি এখানে আর ময়লা না ফেলার বিশেষ অনুরোধ জানান।

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya