close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Следующий

নুরুল হক নূরের উপর নির্যাতনের প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

7,117 Просмотры· 30/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Подписчики
5

⁣গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর প্রশাসন ও জাতীয় পার্টি কর্তৃক অমানবিক নির্যাতনের বিরুদ্ধে রাজাপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব এবং থানার সামনে অবস্থান নেয় রাজাপুর উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা নুরুল হক নূরের উপর নির্যাতনকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, 'গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের অধিকার। এমন নির্যাতন গণতন্ত্রের পরিপন্থী এবং এটি বন্ধ হওয়া উচিত।'

নুরুল হক নূর, যিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি এবং গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন, তার উপর এই নির্যাতনের বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

রাজাপুরের স্থানীয় নেতারা জানান, মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যাতে নূরের উপর করা নির্যাতনের সঠিক বিচার হয়। তারা আরও বলেন, 'আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত হয়।'

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নির্যাতন আইনের শাসনের প্রতি বড় ধরনের আঘাত। তারা এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করেন।

সমাজ-সাংস্কৃতিক বিশ্লেষকরা মনে করেন, তরুণ নেতৃত্বের উপর এমন নির্যাতন ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে। এটি যুবসমাজের মধ্যে হতাশার জন্ম দিতে পারে যা দেশের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করবে।

পরিস্থিতির উন্নতির জন্য গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা সবার প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий