अगला

নরসিংদীতে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল

26 विचारों· 18/04/25
Gourob Shaha
Gourob Shaha
1 ग्राहकों
1
में

নরসিংদীতে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদী, ১৮ এপ্রিল ২০২৫:

বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির প্রেক্ষিতে আজ শুক্রবার নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে।

দুপুরের দিকে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেপ্রতাপ এলাকায় গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা সাদা কাফনের কাপড় পরে “ছাত্রের দাবি মানতে হবে”, “কারিগরি শিক্ষা রক্ষা কর”—ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেয়।

আন্দোলনকারীরা জানায়, এ কর্মসূচি ছিল সারাদেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ। প্রতীকী কাফনের কাপড় পরে অংশগ্রহণ করে তারা জানান দেয়—কারিগরি শিক্ষার উপর যেকোনো আঘাত মানে শিক্ষার্থীদের অস্তিত্বের সংকট।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল।
২. ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
৩. ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিধি সংশোধন।
৪. যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল।
৫. মানসম্মত চার বছর মেয়াদি কারিকুলাম চালু ও একাডেমিক কার্যক্রম ইংরেজিতে পরিচালনা।
৬. ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের জন্য উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে সংরক্ষণ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে তারা।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला