close

লাইক দিন পয়েন্ট জিতুন!

اگلا

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই আপন ভাই

5 مناظر· 14/07/25
Md Hasan
Md Hasan
5 سبسکرائبرز
5
میں قومی

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই আপন ভাই। মঙ্গলবার দুপুর নাগাত বগুড়া-নাটোর মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ ইসমাইল হোসেন (৬০) ও মোঃ ইদ্রিস আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা নন্দীগ্রাম সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল ও ইদ্রিস নিজ গ্রামের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। তাঁদের এক নিকট আত্মীয় বলেন, 'ইসমাইল ও ইদ্রিস খুবই ভালো মনের মানুষ ছিলেন। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।'

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই বাসটিকে আটক করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা জানান, 'আমরা দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছি এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তার গুরুত্ব আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, মহাসড়কগুলোতে দ্রুতগতি নিয়ন্ত্রণে আনা এবং চালকদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যেতে পারে।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিনিয়ত অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক নিরাপত্তা বৃদ্ধির জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নন্দীগ্রামের এই ট্র্যাজেডি পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আশা করা হচ্ছে, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا