close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Als nächstes

নগরজুড়ে উৎসব, জশনে জুলুসে লাখো মানুষের ঢল

5 Ansichten· 06/09/25
Imran Hossain
Imran Hossain
3 Abonnenten
3

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরজুড়ে আল্লাহু আকবর, আল্লাহু আকবর রব উঠেছে। কালেমার পতাকা হাতে ঐতিহ্যবাহী জশনে জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ। পুরো নগর মেতে উঠেছে মিলাদুন্নবী ‘র (স.) আমেজে।


শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে আঞ্জুমান-ই রাহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজনে জুলুসে প্রধান অতিথি ছিলেন পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্, বিশেষ মেহেমান সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ্, সৈয়দ মুহাম্মদ মেহমুদ শাহ্।


জুলুসকে কেন্দ্র করে অন্যরকম ধর্মীয় আবহ বিরাজ করছে পুরো বন্দর নগরীতে। শুক্রবার রাত থেকেই নগরীর বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীতে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ।


মাইকে বাজছে হামদ, না’ত, গজলসহ নানা ধরনের ইসলামী সঙ্গীত। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘এয়া নবী সালাম আলাইকা’, ‘তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা’, ‘সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিন গুলে লা লা’- ইসলামী নানা হামদ-না’তের সুরে মাতোয়ারা হয়ে ওঠেছে বন্দর নগরীর রাস্তা ঘাট।


নগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও বাস, মাইক্রোবাস, যোগে হাজার হাজার মানুষ এসে যোগ দিয়েছেন জুলুসে। জুলুস শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দান ও আশেপাশের বিশাল এলাকা।



জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, ষোলশহর, জিইসি, ওয়াসা মোড়, কাজির দেউড়ী লালখানবাজারসহ বিরাট অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এ জুলুসে অংশ নিচ্ছে।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes