close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
নবম শ্রেণির ছাত্রীদের ইভটিজিং করা ১৫ দিনের জেল
1
0
6 Mga view·
27/06/25
Sa
Krimen
নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় ইভটিজিংয়ের ঘটনায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন,
বৃহষ্পতিবার (২৬ জুন) কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের কাছে আকবর শাহ গেইটে তিনজন নবম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করে তিনজন বখাটে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে আবদু রহিমের ছেলে মো. মনির জনসম্মুখে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর বাকি দুই অভিযুক্তকে একই ধারায় ১,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নারী ও শিশুর নিরাপত্তার কথা মাথায় রেখে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon