close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

הבא

নাটোরের বড়াইগ্রামে ৩ খদ্দের-পতিতাসহ আওয়ামী লীগ নেত্রী টিকটক গার্ল শিউলি বেগম গ্রেফতার

7,889 צפיות· 12/08/25
Belhaj Badhon
Belhaj Badhon
13 מנויים
13

নাটোরের বড়াইগ্রামে ৩ খদ্দের-পতিতাসহ আওয়ামী লীগ নেত্রী টিকটক গার্ল শিউলি বেগম গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন খদ্দের-পতিতাসহ ভাইরাল টিকটকার গার্ল খ্যাত শিউলী বেগম নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মামুনুর রশীদের স্ত্রী শিউলী খাতুন, গোয়ালফা কদমতলা গ্রামের স্বপন হোসেনের স্ত্রী শামসুন নাহার স্বপ্না, জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম ও আব্দুল মজিদ মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন।
এদের মধ্যে শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এর আগেও তিনি থানার ভেতরে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার কারণে আটক হয়েছিলেন।
স্থানীয়রা জানান, শিউলী খাতুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে পতিতা নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করিয়ে আসছিলেন। মঙ্গলবারও তার বাড়িতে দুইজন নারী ও একজন পুরুষ এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের চারজনকে গ্রেফতার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘শিউলী খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে সে মামলায় গ্রেফতার দেখানোসহ চারজনকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী ও টিকটকার শিউলী খাতুনকে থানার ভেতরে মুল গেটের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ ও ফেসবুকে প্রচার করার অভিযোগ গ্রেফতার করা হয়েছিল"

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא