নানার বাড়িতে বেড়াতে গিয়ে, পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আপন দুই ভাই বোনের
3
0
8 意见·
12/06/25
在
区域新闻
জামালপুর জেলার সালথা বাহিরদিয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে, প্রাণ গেল তানহা (৮) ও আবু তালহার (৬)।
জানা যায়, জামালপুরের মধুখালী নওপাড়া গ্রামের মোঃ সুমন শেখ, তার স্ত্রী ও দুই বাচ্চা নিয়ে শশুর বাড়ি বেড়াতে আসে। আজ বেলা ১১টার দিকে বাড়ির অদূরের একটি পুকুরে দুই ভাই বোন গোসল করতে যায়। গোছলের সময় ছোট ভাই পুকুরের গভীরে পড়ে গেলে বোন উদ্ধার করতে গেলে একই সাথে দুই ভাই-বোনের মৃত্যু হয়। নিহতরা সালথা বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের নাতি ।
显示更多
Inna nillahi oya inna ilaihir rajiun