close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
“মৎস্যজীবীরা বঞ্চিত, ক্ষমতায় গেলে অধিকার ফিরিয়ে দেবো” — ধলু নওগাঁয় ব্যতিক্রমী সমাবেশে প্রতিশ্রুতি
0
0
18 Visualizzazioni·
16/09/25
In
Politica
নওগাঁর সব বিল-মাছের খামার মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করা হবে: জাহিদুল ইসলাম ধলু
নওগাঁ, ১৫ সেপ্টেম্বর:
নওগাঁর যত বিল ও খাস সম্পত্তির জলাশয় আছে, সেগুলো মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।আপনাদের ধানের শীষে ভোটে ক্ষমতায় এলে বিএনপি এ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে আয়োজিত মৎস্যজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ধলু বলেন, বিল-জলাশয়গুলো এখন ক্ষমতাসীনদের দখলে। যারা প্রকৃত মৎস্যজীবী, তারা বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এসব জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হবে।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীসহ শতাধিক মৎস্যজীবী অংশ নেন।
Mostra di più
0 Commenti
sort Ordina per
