close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

মিরপুর ১০-এ ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ মিছিল, যুবদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি

14 بازدیدها· 08/04/25
Md Faysal
Md Faysal
مشترکین
0
که در ملی

ঢাকা, ৮ এপ্রিল:
আজ মিরপুর ১০ গোলচত্বরে ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণ করেন পল্লবী থানা যুবদলসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "ইসরাইলের নিষ্ঠুর হামলার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও দৃঢ় ও সোচ্চার। আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করছি।"

এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাংগঠনিক মোঃ মনির হোসেন, যিনি বলেন, "আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বার্তা দিতে চাই যে, ফিলিস্তিনের প্রতি আমাদের সহমর্মিতা এবং সংহতি অবিচল।"

অন্যান্য বক্তারাও ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মিছিলটি মিরপুর ১০ গোলচত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی