close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

মির্জাপুরে পূবালী ব্যাংকের ২৪৩তম উপশাখার শুভ উদ্বোধন

1 ビュー· 17/08/25
Harun Ur Rashid
Harun Ur Rashid
加入者
0

⁣টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ্উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপশাখাটির উদ্বোধন করেন উপমহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন।
রোববার (১৭ আগস্ট) বেলা এগারটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, মির্জাপুর উপজেলা বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বণিক সমিতির সহসভাপকি ইব্রাহিম মিয়া ও উপশাখা ব্যবস্থাপক সুকান্ত ঘোষ প্রমুখ। প্রধান অতিথি মুহাম্মদ বেল্লাল হোসেন বলেন, ‘পূবালী ব্যাংক দীর্ঘ ৬৬ বছর ধরে এদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মির্জাপুর ব্যাংকটির উপশাখা হলেও যাবতীয় ব্যাংকিং সুবিধা গ্রাহক গণ এখান থেকে পাবেন

もっと見せる

 0 コメント sort   並び替え


次に