মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দ, গলাচিপা
2
0
24 意见·
11/10/25
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান চলছে পটুয়াখালীর গলাচিপাসহ আশপাশের নদ-নদীতে। অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে এখনো অনেক জেলে নদীতে নামছেন বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
显示更多
0 注释
sort 排序方式
