ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ভস্মীভূত
লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ভস্মীভূত
রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১২মে) রাত ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা মৃত্ আব্দুল করিম (খাজা) এর বাসস্থান যেখানে থাকতেন ছোট ছেলে কামাল হোসেন,
কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় তা বাড়ি মালিক কামাল হোসেন বলতে পারেন না। তিনি সহ তার স্ত্রী ঐ ঘরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে হঠাৎ আগুনের ফট ফট শব্দ শুনে জেগে দেখেন ঘরের চালে আগুন। এতে দু’টি বসতঘরসহ তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বাড়ির মালিক সহ এলাকাবাসী জানান বৃষ্টির কারণে বিদ্যুৎ আগুন লাগার আগ পর্যন্ত ছিল না। কামাল হোসেন পরিস্থিতি সামলাতে না পেরে কালীগঞ্জ থানায় জিডি করার সিদ্ধান্ত জানান।