Susunod

“কুতুবদিয়ায় পর্যটন শিল্প বিকাশে লঞ্চিং ওয়ার্কশপ | টেকসই উন্নয়নের নতুন দিগন্ত”

13,105 Mga view· 24/07/25
Nazrul Islam
Nazrul Islam
8 Mga subscriber
8

⁣“কুতুবদিয়ায় পর্যটন শিল্প বিকাশে লঞ্চিং ওয়ার্কশপ | টেকসই উন্নয়নের নতুন দিগন্ত”

"সম্ভাবনার দ্বীপ কুতুবদিয়া—যেখানে প্রকৃতি মেখেছে নীল সমুদ্র, সবুজ প্যারাবন আর ইতিহাসের বাতিঘর। এই সৌন্দর্যকে পর্যটন শিল্পে রূপ দিতে, কুতুবদিয়ায় অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ লঞ্চিং ওয়ার্কশপ।"

"২৪ জুলাই, বৃহস্পতিবার — উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।"
"ওয়ার্কশপে বক্তারা বলেন—কুতুবদিয়ার মনোমুগ্ধকর সৈকত, ঐতিহ্যবাহী বাতিঘর, বায়ু বিদ্যুৎ প্রকল্প, কুতুব শরিফ দরবার, লবণ শিল্প, অরগানিক শুট্কি, সমৃদ্ধ প্যারাবন ও স্থানীয় সংস্কৃতিকে ঘিরে গড়ে উঠতে পারে একটি টেকসই পর্যটন অর্থনীতি। এর জন্য প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, প্রচার ও জনসচেতনতা।"
“আমরা চাই কুতুবদিয়া শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় অর্থনীতির জন্যও একটি সম্ভাবনার নাম হোক।”

"ওয়ার্কশপে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন, ওসি আরমান হোসেন, শিক্ষা অফিসার মুসলিম উদ্দীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, বাপা কুতুবদিয়া সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, এনটিভি প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেম সমাজসেবা দপ্তরের প্রতিনিধি হাসন মুরাদ প্রমুখ।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন , কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার, সমবায় কর্মকর্তা ওসমান গণি, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মিনহাজ, জাইকা প্রতিনিধি জামাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সাংবাদিক ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ।"

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod