close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

次に

‎কুতুবদিয়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

39 ビュー· 17/09/25
Nazrul Islam
Nazrul Islam
8 加入者
8

⁣কুতুবদিয়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন



‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি



‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেডিকেল গেইট অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন , ইসলামি আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার সেক্রেটারি কে. এম. আশফাক কুতুবী।



‎লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুতুবদিয়ায় আগমন করবেন। তাঁর আগমন উপলক্ষে শান্তিপূর্ণ জনসমাগম ও নির্বাচনী কর্মসূচি সফল করতে তিনি প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



‎তিনি আরও বলেন, “আমরা চাই কুতুবদিয়ার মানুষ নিরাপদ পরিবেশে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। সাংবাদিকরা যেন পক্ষপাতহীন ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, যাতে জনগণ ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।”



‎সম্মেলনে কুতুবদিয়ার সর্বস্তরের জনগণের প্রতি হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্যে আশফাক কুতুবী বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থনে হাতপাখা প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবে।”



‎সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に