ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কুতুবদিয়ায় চেয়ারম্যান পদ ফিরে পেয়েনাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন শহীদ উদ্দিন ছোটন
কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুব শরীফ দরবারের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মাওলানা মনিরুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফরিদুল আলম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বড়ঘোপ ঘাটে পৌঁছালে অত্র ইউনিয়নের প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনিযুক্ত চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের আইনি লড়াই শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত এবং আশা প্রকাশ করেন, চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।