close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কুতুবদিয়া আজ আবারও সাগরের আগ্রাসনে বিধ্বস্ত
2
0
14 Lượt xem·
07/08/25
Trong
Quốc gia
"এ যেন প্রকৃতির রোষ... এ যেন সমুদ্রের গর্জন।
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া আজ আবারও সাগরের আগ্রাসনে বিধ্বস্ত।"
"এই পথটুকু ছিল তাদের জীবনের ভরসা।
আজ সেখানে শুধু ফাটল, ধস, আর ভয়।"
"জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে ঘর, হারিয়ে যাচ্ছে ঠিকানা।
পানি শুধু শরীরে নয়, কাঁপিয়ে দিচ্ছে হৃদয়ের ভেতর।"
"যে জমিতে স্বপ্নের ধান হতো,
সেই জমিতে এখন কাদা আর কান্না।"
"আমাদের টেকসই বেড়িবাঁধ দরকার,
না হলে প্রতি বছর এমন দুর্ভোগ পোহাতে হবে।"
"এই মানুষগুলোর কণ্ঠ যেন হারিয়ে না যায়।
সমাধান চাই – টেকসই বাঁধ চাই।
Cho xem nhiều hơn
V