close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Следующий

কুতুবদিয়া সৈকতে জমে উঠেছে কুরবানির পশুর হাট

1,863 Просмотры· 03/06/25
Nazrul Islam
Nazrul Islam
4 Подписчики
4

⁣পবিত্র
ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতে শুরু
হয়েছে পাঁচ দিনব্যাপী কুরবানির গরু ও ছাগলের হাট। ২রা জুন সোমবার থেকে শুরু হওয়া এই হাট বসবে ৬ই জুন শুক্রবার পর্যন্ত । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই হাটের কার্যক্রম।

স্থানীয়
ইজারাদার ওয়াহিদের তত্ত্বাবধানে পরিচালিত এ পশুর হাটে কুতুবদিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাপারীরা তাদের গরু ও ছাগল
নিয়ে এসেছেন। হাটটি সৈকতের পাশে হওয়ায় একদিকে যেমন পশু ব্যবসায়ীরা স্বস্তিতে পশু
রাখতে পারছেন, অন্যদিকে দর্শনার্থী ও ক্রেতারাও উপভোগ করছেন একটি সমুদ্রপাড়ের
ব্যতিক্রমধর্মী বাজার।


বছর হাটে দেশি গরুর পাশাপাশি কিছু উন্নত জাতের গরুও দেখা গেছে। ছোট ছাগল থেকে শুরু
করে বড় আকৃতির বলদ পর্যন্ত বিভিন্ন দামের পশু কেনাবেচা হচ্ছে। দাম তুলনামূলকভাবে
কিছুটা বেশি হলেও ক্রেতারা সন্তুষ্ট। অনেকেই মনে করছেন, নিরাপদ
পরিবেশ, পর্যাপ্ত জায়গা এবং খোলা বাতাসে হাট হওয়ায় এটি একটি ভালো
আয়োজন।

হাট
কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো সময়জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় রয়েছে পর্যাপ্ত পুলিশি
নিরাপত্তা এবং পশু চিকিৎসার জন্য রয়েছে ভেটেরিনারি টিম।


বিষয়ে হাট ইজারাদার ওয়াহিদ বলেন,“আমরা চেষ্টা করছি পশু ও মানুষের জন্য
একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুবিধাজনক হাট পরিবেশ নিশ্চিত করতে। সকলের
সহযোগিতায় এটি একটি সফল আয়োজন হবে বলে আশা করছি।”

স্থানীয় বাসিন্দা মো. হারুন জানান,“সমুদ্রের
পাশে এমন পশুর হাট সত্যিই আনন্দদায়ক। শুধু পশু কেনার জন্য নয়, দেখতে
এসেও আনন্দ পাচ্ছে সবাই।”

ঈদুল আজহার আগমনে প্রাণ ফিরে পাওয়া এ
পশুর হাট স্থানীয় অর্থনীতির জন্য যেমন ইতিবাচক,
তেমনি দ্বীপের মানুষের উৎসবমুখর
পরিবেশেও এনেছে এক ভিন্নমাত্রা।



‘কুতুবদিয়া প্রতিনিধি’

Показать больше

 1 Комментарии sort   Сортировать по


Zahidul Islam
Zahidul Islam 1 месяц тому назад

সুন্দর

0    0 Ответить
Показать больше

Следующий