close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Bir sonraki

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গ্যাস সিলিন্ডার

7 Görünümler· 26/05/25
Nazrul Islam
Nazrul Islam
4 Aboneler
4
İçinde İlçe Haberleri

⁣কক্সবাজারের
কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুণে পুড়ে ছাই হয়ে গেছে পুরো গ্যাসের মজুদসহ বসত ঘর।
উপজেলার দক্ষিণ
ধুরুং বাজারের পশ্চিমে
অলি পাড়ায়
একটি গ্যাসের গুদামে এ
অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।জানা সোমবার
(২৬ মে ) বিকালে উপজেলার দক্ষিণ ধুরুং বাজারের
পশ্চিমে অলি পাড়ায়
গ্যাসের গুদামে গ্যাস সিলিন্ডারে লিকেজের ফলে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ২শ
গ্যাস সিলিন্ডারসহ বসত ঘরটি
সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়ির উঠানে থাকা গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস
হয়ে যায়।প্রত্যক্ষর্দশীরা জানিয়েছেন, অলীপাড়ার বা‌সিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মা‌ঝি
র্দীঘ‌দনি ধ‌রে অ‌বধৈভা‌বে বা‌ড়‌িতে ব‌িভন্নি কোম্পানীর এল‌পি গ্যাস স‌িলন্ডিার মজুদ ক‌রে
ব্যবসা ক‌রে আস‌ছনে।ধুরুং বাজা‌ররে
যমুনা ও গ্যাস ডিলার এসএম মন্জুর, আল্লাহর দান গ্যাস ডিলার শ‌হদিুল ইসলাম সাংবাদিকদের জানান, গুন্নু
মা‌ঝি বা‌ড়‌িতে ব‌িভন্নি গ্যাস স‌িলন্ডিার মজুদ ক‌রে মা‌পে কমব‌েশি ক‌রে ব্যবসা ক‌রে আসছেন। তাদের ধারণা গ্যাস
সিলিন্ডারে কম-বেশী করার সময়
ব‌িস্ফোরণ ঘ‌ট‌েছে।খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের
ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে ঘটনার আকস্মিকতা ও ক্ষতির পরিমাণ স্থানীয়দের মধ্যে
উদ্বেগের সৃষ্টি করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত
হয়েছে। তবে একটি
বিশ্বস্তসূত্র জানিয়েছে দোকান মালিক গ্যাসের ভরা সিলিন্ডার থেকে থালি সিলিন্ডারে
গ্যাস এদিকসেদিক করার সময় র্দূঘটনা ঘটে। প্রায় সময় সে এ ধরনের দুই নাম্বারী কাজ
করে আসছে বলে সূত্রটি জানিয়েছে। ঘটনার
বিস্তারিত তদন্ত চলছে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki