close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Bir sonraki

কুতুবদিয়ায় বিএনপির সমাবেশ ও প্রতিবাদ মিছিল

26 Görünümler· 09/06/25
Nazrul Islam
Nazrul Islam
4 Aboneler
4
İçinde Politika

⁣কুতুবদিয়ায় বিএনপির সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুতুবদিয়া উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মজলুম জননেতা সালাহউদ্দিন আহমেদ-সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব
অপপ্রচার চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"

এছাড়াও আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা মিথ্যাচার এবং রাজনৈতিক হীন উদ্দেশ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki