close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Tiếp theo

কুতুবদিয়ায় ব্রাকের পিও আনসারের বিরুদ্ধে বারবার নারী সহকর্মীর প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

37 Lượt xem· 14/05/25
Nazrul Islam
Nazrul Islam
4 Người đăng ký
4
Trong Tội phạm

⁣‎বিষয়: কুতুবদিয়ায় ব্র্যাক কর্মচারী আনসারের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

‎কুতুবদিয়ায় ব্র্যাক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে পিও আনসারের বিরুদ্ধে বারবার নারী সহকর্মী ও লার্নারদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অর্থ আত্মসাৎ, এবং প্রকল্পের নীতিমালার চরম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ধরণের অনিয়ম কেবল একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

‎অভিযোগের তথ্যগুলো যেহেতু প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মুখ থেকে পাওয়া যাচ্ছে, তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আনসারের মতো অপেশাদার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ এমন আচরণ করার সাহস না পায়।


‎একইসঙ্গে লার্নারদের প্রকৃত তালিকা যাচাই, আর্থিক লেনদেনের অডিট, এবং নারী সহকর্মীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।


‎‎এ বিষয়ে ব্র্যাকের কেন্দ্রীয় পর্যায়ে ত্বরিত পদক্ষেপ আশা করা যাচ্ছে।


Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo