ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কুষ্টিয়ায় যুবলীগের মিছিলে গ্রেফতারকৃত দশজনই ছিল মাটিকাটা শ্রমিক।
ছয়শত টাকা হাজিরায় ১০ মাটিকাটা শ্রমিককে ভাড়া করেন যুবলীগ নেতা  
কুষ্টিয়ায় পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ১৫/১৭ জন ঝটিকা মিছিল করেছে। এদের মধ্যে ১০ জনই ছিলো মাটিকাটা শ্রমিক। ওই রোডে বালি সরানোর কথা বলে শ্রমিকদের ডেকে নিয়ে আসে শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজিব। সেখানে গিয়ে ওই যুবলীগ নেতা শ্রমিকদের বলে সারাদিন কষ্ট করে মাটিকাটা লাগবেনা, তোমরা এক মিনিট মিছিল করলেই পুরো টাকা পেয়ে যাবে। গ্রামের সহজসরল মানুষগুলো তাদের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগ দেয়। গতকাল রোববার সকালে পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে এই মিছিলের চেষ্টা করে যুবলীগের কয়েকজন নেতা। পরে এ ঘটনায় পুলিশ পিটিআই রোড থেকে ১০ শ্রমিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৮জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা ও দুজন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
			 
						 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			
ki obostha