close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

কুরবানির পশুর শেষ হাট জমজমাট ছিলো বাজিতপুর বাজার।

11 بازدیدها· 06/06/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
2 مشترکین
2

বাজিতপুর প্রতিনিধিঃ ⁣পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বাজিতপুর বাজারের কুরবানির পশুর শেষ হাটে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের পশু কেনার ধুম পড়েছে পুরো এলাকায়। গরু বিক্রেতা, ক্রেতা এবং কৌতূহলী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো হাট এলাকা।

সকাল থেকেই বাজারের রাস্তাগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই সেই ভিড় রূপ নেয় মেলা-মুখর পরিবেশে। দূরদূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার গরু নিয়ে হাটে হাজির হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবার বাজারে গরুর সরবরাহ বেশ ভালো। চাহিদা অনুযায়ী বড়, মাঝারি ও ছোট আকৃতির গরু পাওয়া যাচ্ছে।

হাটে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “শেষ মুহূর্তে এসে ভালো গরু পেয়েছি। দাম কিছুটা বেশি মনে হলেও মানসম্পন্ন গরুর জন্য এটা মেনে নিতে হয়েছে।”

অন্যদিকে এক বিক্রেতা জানান, “এবার গরুর দাম তুলনামূলক কম। তবে শেষ দিনে বিক্রি বেশি হচ্ছে।”

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং বাজিতপুর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিও।

হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি বহু উৎসুক মানুষও গরু দেখতে এসেছে। ছোটদের মাঝে দেখা গেছে ঈদের আনন্দের ছোঁয়া।

সব মিলিয়ে ঈদকে সামনে রেখে বাজিতপুর বাজারের শেষ কুরবানির পশুর হাট পরিণত হয়েছে এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی