close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

التالي

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহরের দাবী বিএনপির

4 المشاهدات· 19/05/25
Rabiul Alam
Rabiul Alam
2 مشتركين
2

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


বিএনপির রাজনীতি চলে আওয়ামীলীগের টাকা দিয়ে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ'র এমন বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহরের দাবী জানিয়েছেন বিএনপি।
সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপি'র রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। হাসনাত আব্দুল্লাহ'র বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি'র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোন অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবেনা।
কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ অন্যরা।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي