close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

কুমিল্লায় গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন।

8 بازدیدها· 24/07/25
Rabiul Alam
Rabiul Alam
5 مشترکین
5

⁣কুমিল্লায় গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন।



মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি

আগামী ২৫ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণঅভ্যুত্থানের জন -আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ আয়োজন করেছে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের কুমিল্লা জেলার সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এডভোকেট জয়নাল আবেদিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আজহারুল আমিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রিয়াদসহ অনেকে।

উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।

মানববন্ধনে বক্তারা অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে সকলের উপস্থিতির আহবান জানান।

এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন গন অধিকার পরিষদ।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی