close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

9,844 ビュー· 01/07/25
Rabiul Alam
Rabiul Alam
3 加入者
3

⁣মোঃ রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে দরজা ভেঙে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সামাজিক প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

এসময় সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বাংলাদেশ মহিলা পরিষদ, প্রত্যয় ও দুর্বার নেটওয়ার্ক, ব্লাস্ট,এ্যাককশন এইড বাংলাদেশ,ব্র্যাক,কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, ইউ ক্যান সংগঠন একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, প্রত্যয় ও দুর্বার নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মাহমুদ আক্তার,, কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক আক্তারসহ আরও অনেকে।

এসময় ধর্ষিতাকে ন্যায়বিচার না দিয়ে ধর্ষিতার উপর নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের তীব্র নিন্দাসহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ।

মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に