close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

কুমিল্লায় 'ইসলামে নারীর মর্যাদা ও অধিকার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

4 بازدیدها· 22/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 مشترکین
3

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


কুমিল্লা জেলা উলামা পরিষদ এর উদ্যোগে কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার।
কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে সুরা সদস্য মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফ এর তত্বাবধানে ও সুরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা এমদাদ উল্লাহ খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন,বর্তমান সংস্কার কমিশন নারীদের অধিকার ক্ষুন্ন হবে এমন আইন করার সুপারিশ এবং নারীদের মর্যাদার চরম বিরোধী আইন পাশ করার যেই সুপারিশ করেছে, এই আইন পাস করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی