close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কুমিল্লা কাভার্ডভ্যানের চাপায় ইমন সরকার নামে যুবকের মৃত্যু
3
0
17 Görünümler·
22/04/25
İçinde
İlçe Haberleri
মোঃ রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরের রামমালা এলাকার সড়কে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী ইমন সরকার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ শে এপ্রিল) সকালে কুমিল্লা নগরের ঠাকাুরপাড়া- রামমালা এলাকায় পানির ট্যাংকির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন সরকার রামপুর মইমান ভিলা ল্যাবরোটরি হোষ্টেলের পিছনের মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
দূর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ- সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।।
পুলিশ জানায়, সকালে রামমালা এলাকায় পানির ট্যাংকির সামনের সড়কে পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ইমন সরকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala