close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Sljedeći

কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে অস্ত্রসহ আটক ০২ জন।

16 Pogledi· 17/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Pretplatnici
11

জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ পেকুয়া থানা এর তত্বাবধানে রবিবার (১৭ আগস্ট) পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর হইতে অস্ত্রসহ ০২ (দুই) জনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

এসআই (নিঃ)/সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ইং ১৭/০৮/২০২৪ খ্রিঃ তারিখ অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর চেকপোস্ট করাকালীন সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রবিউল হাসান (১৭), পিতা-মিজান, মাতা-রোকেয়া বেগম, সাং-লামছড়ি, ৮নং ওয়ার্ড, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমান সাং-লামছড়ি, তের বেপারী, সোনামিয়া মাস্টার বাড়ি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর চকরিয়া থানাধীন বদরখালী এলাকা হইতে একটি সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় নিয়মিত তল্লাশীকালে ০১টি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের মধ্যে একটি ছোট কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ০৩ (তিন) টি দেশীয় তৈরী এলজি উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক তাহার সহযোগি ২। হৃদয় হোসেন (২২), পিতা-ইলিয়াছ হোসেন, মাতা-নুর জাহান বেগম, সাং-সোনাপুর, খেরু বাড়ি, ৫নং পার্বতীনগর ইউপি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা হইতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ এর সহায়তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, উদ্ধারকৃত অস্ত্র (দেশীয় তৈরী এলজি) মহেশখালী এলাকা হইতে ক্রয় করিয়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের উদেশ্যে লক্ষীপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলিয়া জানায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći