close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত
0
0
10 بازدیدها·
18/12/25
که در
اخبار منطقه
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি টিটিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই প্রতিষ্ঠানের সভাকক্ষে এসে শেষ হয়।
র্যালি শেষে টিটিসির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
بیشتر نشان بده، اطلاعات بیشتر
0 نظرات
sort مرتب سازی بر اساس
