close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Bir sonraki

কেন্দ্রীয় নির্দেশে গাজায় হামলার প্রতিবাদেসাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

17 Görünümler· 08/04/25
Alamin hosen suvo
Alamin hosen suvo
7 Aboneler
7
İçinde Ulusal

⁣গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
গাজাবাসীর ওপর দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব ১নং সহ সভাপতি হাবিব।১নং যুগ্ম সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান সম্পাদক রিচওয়েল প্রচার সম্পাদক আল-আমীন সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বক্তারা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তারা আরও বলেন, “ইসরায়েলের পণ্য বিক্রয়কে কেন্দ্র করে কিছু দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki