Næste

কালেরকণ্ঠ'র তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে বরণ করে নিচ্ছেন সাংবাদিক নেতৃবৃন্দ

24 Visninger· 24/04/25

⁣কালেরকণ্ঠ'র তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর তাকে বরণ করে নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরবর্তীতে তিনিসহ উপস্থিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ভিডিও রিপোর্ট শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Vis mere

 1 Kommentarer sort   Sorter efter


Badsha Alamgir
Badsha Alamgir 2 måneder siden

ধন্যবাদ সবাইকে। এভাবেই সাংবাদিকরা একসাথে কাধে কাধ মিলিয়ে চলতে হবে। যত বাধাই আসুক দুর্নীতির বিরুদ্ধে কলম চলবেই।

সাংবাদিক নেতৃবৃন্দকে অনুরোধ করছি বিনা কারণে বীনা দোষে একজন সাংবাদিককে যিনি জেলে পাঠিয়েছে। সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যাবস্থা গ্রহণ করুন এবং সেই ব্যক্তির দুর্নীতি সবার সামনে তুলে ধরুন।

1    0 Svar
Vis mere

Næste